পটুয়াখালী পৌর বিএনপির সভাপতির নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাসস্টান্ড এলাকায় দীর্ঘদিন ধরে খানাখন্দকের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চলাচলে ভোগান্তি দূর করতে নিজ অর্থায়নে ওই সড়ক সংস্কার করেছেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।
বুধবার সকাল থেকে ইটের খোয়া দিয়ে ঐ সড়ক সংস্কার করা হয়েছে। তবে বিভিন্ন যানবাহন চালকরা সড়কটি স্থায়ী ভাবে সংস্কারের দাবি জানিয়েছেন ।
স্থানীয়রা জনান, বাস স্টান্ড এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি আসলে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে সড়কে খানাখন্দের হয়ে যায় । তবে সংস্কারে প্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেনি। বর্তমানে চলাচলের অনুপযোগী হয়েছে পরেছে, ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে নিজ অর্থায়নে ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ করেছেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।
বাস চালক আ: আউয়াল জানান ,অনেকদিন পর্যন্ত এই সড়কের বেহাল অবস্থা ছিলো। এখানে প্রতিদিন কমবেশি দূর্ঘটনা ঘটতে। সংস্কারের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের কাছে গেলেও তারা তেমন কোন ব্যবস্থা নেয়নি। আজকে পৌর বিএনপির লোকজন নিজ উদ্যোগে সড়ক সংস্কর করেছে। তবে আমরা চাই স্থায়ী সংস্কার।
পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, সড়ক দিয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করতে পারছেনা। প্রতিনিয়ত সড়াক দূর্ঘটনা ঘটছে। এতে আমি ইট দিয়ে সংস্কার করে দিয়েছি। তবে স্থায়ী সংস্কারের জন্য সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে দাবি রইলো। মানুষের এই ভোগান্তি আর সহ্য হচ্ছে না।