গত ১৫ বছর পরিবারের গণমাধ্যম ছিল বিটিভি: ড. মাসুদ
গত ১৫ বছরে বিটিভিকে একটি দলীয় ও পরিবারের গণমাধ্যম বানিয়ে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আগামী দিনে সব গণমাধ্যমকে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।’
গণহত্যায় নির্দেশদাতা ও সাহায্যকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘গণহত্যায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবো আমরা।’
কোনো একক দলের পক্ষেই সব কাজ করা সম্ভব নয় উল্লেখ করে ড. শফিকুল বলেন, ‘দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’