বাউফলের বগায় বিএনপি নেতার চাঁদা দাবি; ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
বাউফলে অর্ধশত দোকান তালাবদ্ধ করে চাঁদা দাবি করায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বগা বন্দরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে খলিল মৃধা বলেন, সরকার পতনের সাথে ৫০ থেকে ৬০টি দোকান তালাবদ্ধ করে আনিচ নামে স্থানীয় এক বিএনপি নেতা।
কিছু প্রতিষ্ঠান থেকে চাহিদা অনুযায়ী ২০ হাজার করে টাকা দিলে খুলে দেয়া হয় দোকানগুলো।
কয়েকটি দোকান বন্ধ করে করা হয়েছে বিএনপির অফিস ঘর। যারা দিতে পারেননি তাদের দোকানপাট ও বাড়িঘর লুট করার ভয় দেখানো হয়।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোন সমাধান পাননি বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ব্যবসায়ী আনিচুর রহমান জানান, তারা এতদিন আমার সম্পত্তি দখল করে রেখেছে। আমি আমার পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা করতে নতুন করে চুক্তিনামা সম্পাদনের কথা বলেছি। বিশেষ কিছু ব্যক্তির পরামর্শে আমার বিরুদ্ধে ব্যবসায়ীরা অভিযোগ করেছে।