বাউফলে সরকারি বাসভবন ছাড়লেন উপজেলা চেয়ারম্যান মোসারেফ
অবরুদ্ধ থাকার ১৪ ঘণ্টা পর যুব ও ছাত্র দলের কয়েক সাবেক ও বর্তমান নেতার সহযোগিতায় সরকারি বাসভবন ছেড়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধ মোসারেফ হোসেন খান।
১৮ আগস্ট সকাল ৭টায় উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান উপজেলা পরিষদে অফিস করতে বাউফলে আসেন।
এরপর তারা দুইজন পরিষদের সরকারি বাসভবনে উঠেন।
এ খবর পেয়ে বিএনপি দুই পক্ষের শতাধিক নেতাকর্মী ওই বাসভবন ঘেরাও করে। একপর্যায়ে তারা ভাইসচেয়ারম্যান আনিছুর রহমানকে ধরে বিএনপির এক সাবেক নেতার বাসায় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন কেড়ে নিয়ে ৬ ঘণ্টা পর ছেড়ে দেয়।
উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েক নেতার সাথে এক লাখ টাকা রফাদফা করে ১৪ ঘণ্টা পর একই দিন (রবিবার) দিবগত রাত ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খানকে একটি মটরসাইকেলে তুলে কালাইয়া গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
সেখান থেকে ওই রাতেই তিনি প্রাণ ভয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান।