আমাদের বাউফলকালাইয়া

বাউফলে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

বাউফল উপজেলা আলোকী নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

৩১ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে নদীর কালাইয়া লঞ্চঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজস্বর খলিফার ছেলে।

নিহত রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা গত তিন বছর আগে হ্দরোগে আক্রান্ত হলে তিনি কিছুটা মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন।

গত শুক্রবার তার কোন খোঁজ না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে। আজ সকালে স্থানীয়দের কাছে জানতে পেরে কালাইয়া নৌ পুলিশ ফাড়িতে এসে লাশটি সনাক্ত করেন। পরিবারের ধারনা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *