বাউফলে মাদকের আসরে গ্রামবাসীর হানা, দুই যুবককে কারাদণ্ড
বাউফলে দুই মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এই সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাজা জব্দ করা হয়।
সাজাপ্রাপ্ত মো. হৃদয় (২২) ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং ওলিউল্লাহ (১৯) একই গ্রামের মাহবুল মৃধার ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু জানান, কর্পূরকাঠি গ্রামে একটি নির্জন জায়গায় চারজন গাঁজা সেবন করছিলেন। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়।
অন্য দুজন অপরাধীকে গ্রামবাসী আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লঙ্ঘন আইনে তাদের সাজা দেওয়া হয়েছে। এ সময় তাদের জিম্মা থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কিছু মাদক তারা পুকুরে ফেলে দিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, কয়েকদিন ধরেই ওখানে মাদক সেবন করছিল কয়েক মাদকসেবী। গ্রামবাসীর সহযোগিতায় তাদের মধ্যে দুজনকে ধরা সম্ভব হয়েছে। আসামিদের জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।