বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

“ইমামতি থেকে জানাজা পড়ানোর যোগ্যতাসম্পন্ন এমপি চায় বাউফলবাসী”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘মরহুম মাস্টার ইউনুস ছিলেন, একজন নীতিবান মানুষ। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে চলতেননা। ইসলাম প্রচারের কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন। জামায়াত করার অপরাধে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নির্যাতিত হয়েছেন। একাধিকবার কারাভোগ করেছেন।’

শুক্রবার রাতে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাট হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী নওমালা শাখার উদ্যোগে আয়োজিত মরহুম মাস্টার ইউনুস বিশ্বাসের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ও বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একটি মাদক মুক্ত সুন্দর বাউফল বিনির্মাণের জন্য আমাদের যুবক ভাইদেরকেই এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার থেকে এমপি ও মন্ত্রী পর্যন্ত এমন ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে হবে যারা মসজিদের ঈমামতি করতে পারেন। মানুষ মারা গেলে জানাজা পড়াতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, তারা মিথ্যাচার করছে। জামায়াতে ইসলামী নারীদের সম্মান করতে জানে।’

নওমালা ইউনিয়ন সভাপতি মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম আল কায়ছারী, বাউফল উপজেলা শাখার আমির মাও. মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *