আজ আখেরী চাহার শোম্বা
ওবায়দুল হক
শিক্ষক
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা খুশির দিন। ‘আখেরি চাহার সোম্বা’ মানে হলো শেষ বুধবার।
আমরা সবাই জানি যে নবীজি হযরত মোহাম্মদ (সা:) ইন্তেকালের আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন অসুস্থ থাকার পর সফর মাসের ‘শেষ বুধবার'(আখেরি চাহার সোম্বা) নবীজি সাময়িকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেন ও গোসল করেন এবং ইমামমতি করেন।
নবীজির এই সুস্থতায় সমগ্র মক্কায় আনন্দের বন্যা বয়ে যায়। তখন থেকেই মুসলিমধর্মাবলম্বীরা এই দিন কে ব্যাপক খুশির সাথে পালন করে আসছে। আর আশ্চর্যজনকভাবে আজকেও বুধবার।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।