বাংলাদেশের বিপক্ষে সিরিজের পাকিস্তানের নতুন কোচ নিয়োগ
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে হাই পারফরমেন্স কোচ হিসেবে অস্ট্রেলিয়ার টিম নিলসেনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিলসেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতি ও পারফরমেন্সের উন্নতিতে কাজ করবেন নিলসেন।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের হয়ে কাজ শুরু করবেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় জেসন গিলেস্পি। পাকিস্তানের শাহিনস দলেরও দায়িত্ব পালন করবেন গিলেস্পি ও নিলসেন।
দু’জনই অস্ট্রেলিয়ান হওয়ায় নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালোই হবে গিলেস্পি ও নিলসেনের। এছাড়া দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেটেও একত্রে কাজ করেছেন তারা।
আগামী ১১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। শান মাসুদের নেতৃত্বে ইতোমধ্যে ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’।