খেলাধুলা

শান্তদের কাছে পাকিস্তানের হার, ইমরানের কড়া সমালোচনা

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের ১০ উইকেটের হার মেনে নিতে পারছেন না দেশটির কেউ। সামাজিক যোগযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গা মুণ্ডপাত করা হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের।

সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি)। সেই সমালোচনায় যুক্ত হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার ভেরিফাইড পেজে পিসিবির কড়া সমালোচনা করে পোস্ট দেওয়া হয়।

সেখানে তিনি লিখেছেন, ‘গত আড়াই বছরে এমন কী ঘটলো, যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম আমরা?’

বর্তমানে রাওয়ালপিন্ডির এক কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। দুর্নীতি ও সহিংসতায় উসকানির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে মামলায় জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কারাগারে থেকে শান মাসুদ-বাবর-রিজওয়ানদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। সকল দোষ দিয়েছেন দেশটির ক্রিকেট প্রশাসকদের। মঙ্গলবার (২৭ আগস্ট) তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি বড় পোস্ট করা হয়। পোস্টটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশের শুরুতে বলা হয়, ‘আদিয়ালা জেল থেকে (রাজনৈতিক দল) তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা।’

দ্বিতীয় অংশে ক্রিকেট নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। সেখানে লেখা, ‘ক্রিকেটই একমাত্র খেলা, যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে। কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন।’

পরের অংশে লেখা রয়েছে, ‘আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। আর গতকাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন তলানি। আড়াই বছর আগেও এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এসব অধঃপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায়।’

পোস্টে পিসিবি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে সমালোচনা করে ইমরান খান লিখেছেন, ‘দুবাইয়ে স্ত্রীর নামে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই দেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। তার যোগ্যতা কী? তার অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কেপি ও বেলুচিস্তানে প্রতিদিনই লোক শহীদ হচ্ছে। পাঞ্জাব পুলিশের লক্ষ্য পিটিআই, এই সুযোগে চোর–ডাকাতেরা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা পুলিশ কর্মকর্তাদের অপহরণ করছে, হত্যাও করছে। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে মহসিন নাকভির বিরুদ্ধে তদন্ত করেছে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো)।’

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটের হারে, দুই ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। হোয়াইট ওয়াশ এড়ানোর পাশাপাশি সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *